করোনা ও উপসর্গে রামেক হাসপাতালে আরও ১৩ প্রাণহানি

প্রকাশ | ২২ জুন ২০২১, ০৯:২৭ | আপডেট: ২২ জুন ২০২১, ১০:৫১

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান। এর আগের ২৪ ঘণ্টাতেও ১৩ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৩ জনের মধ্যে ১২ জনেরই বাড়ি রাজশাহী। অন্য একজনের বাড়ি নাটোরে। তিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

রাজশাহীর ১২ জনের মধ্যে পাঁচজনের করোনা পজিটিভ ছিল। অন্য সাতজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২২১ জনের মৃত্যু হলো।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৩৯৩ জন। আগের দিন ভর্তি ছিলেন ৪০২ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৩০৯টি।

উল্লেখ্য, করোনা ও উপসর্গে রাজশাহী মেডিকেলে গত ১ জুন ৭, ২ জুন ৭, ৩ জুন ৯, ৪ জুন ১৬, ৫ জুন ৮, ৬ জুন ৬, ৭ জুন ১১, ৮ জুন ৮, ৯ জুন ৮, ১০ জুন ১২, ১১ জুন ১৫, ১২ জুন ৪, ১৩ জুন ১৩, ১৪ জুন ১২, ১৫ জুন ১২, ১৬ জুন ১৩ ও ১৭ জুন ১০, ১৮ জুন ১২ জন, ১৯ জুন ১০, ২০ জুন ১০ জন এবং ২১ জনু ১৩ জন মারা যান।

ঢাকাটাইমস/২২জুন/আরআর/এমআর