ফরিদপুর হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৫ মৃত্যু

প্রকাশ | ২২ জুন ২০২১, ১৪:৫৬

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
লকডাউন বাস্তবায়নে ফরিদপুরে কঠোর প্রশাসন

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউয়ে আরও পাঁচজন মারা গেছেন। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১২৯ জনের দেহে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের পিসিআর ল্যাবে ২৬৮টি নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা পজেটিভ এসেছে। আর মারা গেছেন পাঁচ জন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুরের রেশমা, সিরাজুল ইসলাম, মমতাজ বেগম, রাজবাড়ির জহির এবং গোপালগঞ্জের আব্দুর রাজ্জাক।

এদিকে করোনার প্রাদুর্ভাব রোধে সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ফরিদপুরের তিন পৌর শহরের কঠোর বিধিনিষেধ দ্বিতীয় দিনের মতো চলছে।

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ফরিদপুর সদর, বোয়ালমারী, ভাঙ্গা পৌর শহর এলাকায় সাত দিনের এই বিধিনিষেধ জারি করে জেলা প্রশাসন। 

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনার দুর্যোগকালীন জেলাবাসীর জীবন রক্ষায় প্রয়োজনের আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। আমরা এই জন্য সকলের কাছে সহযোগিতা চাই।

ঢাকাটাইমস/২২জুন/প্রতিনিধি/এমআর