গৃহকর্মী হত্যায় সিঙ্গাপুরী নারীর ৩০ বছরের জেল

প্রকাশ | ২২ জুন ২০২১, ১৭:২৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

গৃহকর্মীকে অনাহারে রেখে নির্যাতন ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় সিঙ্গাপুরী এক নারীকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দণ্ডিত নারী গাইয়ত্রি মুরুগায়ান সিঙ্গাপুর পুলিশের এক সদস্যের সহধর্মিণী। গৃহকর্মীকে নির্যাতনের জন্য আদালতে কৌশলীরা তাকে ‘শয়তান ও অমানবিক’ হিসেবে অভিহিত করেছেন।

পিয়াং এনগাইহ দন নামের ২৪ বছর বয়সী ওই গৃহকর্মী মিয়ানমারের নাগরিক। শরীরে নির্যাতনের বিভিন্ন চোট নিয়ে ২০১৬ সালে তিনি মারা যান। তখন তার শারীরিক ওজন ছিল মাত্র ২৪ কেজি। সিঙ্গাপুরে সমাজের উচ্চ শ্রেণির মানুষের হাতে গৃহকর্মী নির্যাতনের এই ঘটনা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে একটি।

বিচারক জানান, গৃহকর্মীকে কীভাবে নির্যাতন, অপমান, অনাহারে শেষ পর্যন্ত হত্যা করা হয় এই ঘটনা তার এক ‘হতাশাজনক’ চিত্র। এই মামলাটি সিঙ্গাপুরে ‘সবচেয়ে খারাপ হত্যাকাণ্ডের একটি’।

এদিকে গৃহকর্মী পিয়াংকে হত্যাসহ তার বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে স্বীকার করেছেন ৪০ বছর বয়সী গাইয়ত্রি।

(ঢাকাটাইমস/২২জুন/ডিএম)