এক দিনে রেকর্ড ৮৬ লাখ মানুষকে টিকা দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুন ২০২১, ১৭:৫৭

মহামারি কোরানাভাইরাসের প্রতিষেধক টিকাদানে রেকর্ড গড়েছে ভারত। গতকাল এক দিনে দেশটিতে ৮৬ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশটির কেন্দ্রীয় সরকার চলতি সপ্তাহে এভাবেই টিকাকরণ চালানোর ঘোষণা দিয়েছে।

সোমবার দিবাগত রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে জানিয়েছেন, যারা টিকা নিয়েছেন এবং যারা টিকা দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। দিনটি অত্যন্ত আনন্দের। করোনার সঙ্গে লড়াইয়ে টিকাকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, সোমবার এক দিনে ৮৬ লাখ ১৬ হাজার ৩৭৩ জনকে টিকা দেওয়া হয়েছে। এর আগে ২ এপ্রিল ৪২ লাখ ৬৫ হাজার ১৫৭ জন মানুষকে এক দিনে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছিল।

এদিকে সোমবার থেকে গোটা দেশের টিকাকরণের পুরো দায়িত্ব কেন্দ্রীয় সরকার নিজের হাতে নিয়ে নিয়েছে। মাঝে দেড় মাসের জন্য রাজ্যগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রী মোদি আবার কেন্দ্রীয় সরকার টিকাকরণের গোটা দায়িত্ব নিজেদের হাতে নেবে বলে ঘোষণা দেন।

১৮ বছরের ওপরে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে ভারতে। মূলত মোট টিকা উৎপাদনের ৭৫ ভাগ কেন্দ্রীয় সরকার কিনে নিচ্ছে। এরপর তা বিনামূল্যে নাগরিকদের দেওয়া হচ্ছে। ২৫ ভাগ টিকা কিনছে দেশের বেসরকারি হাসপাতালগুলো। তারা অর্থের বিনিময়ে টিকা দিচ্ছে। তবে নির্দিষ্ট দাম বেঁধে দিয়েছে কেন্দ্র।

টিকাকরণে কেন্দ্রীয় সরকার ‘সবার জন্য বিনামূল্যে টিকা’ একটি নতুন প্রচার শুরু করেছে। কেন্দ্রীয় সরকার চাইছে দ্রুত দেশের সব মানুষকে টিকার প্রথম ডোজ দিয়ে দিতে। বিশেষত গরিব মানুষের কাছে যাতে টিকা পৌঁছে দেওয়া যায়, তার ব্যবস্থা করতে। কোনো কোনো অঞ্চলে টিকা নিয়ে ভয় তৈরি হয়েছে। অনেকেই টিকা নিতে চাইছে না। সবার কাছে পৌঁছাতে চাইছে কেন্দ্র। সে কারণেই এ নতুন প্রচারাভিযান শুরু হয়েছে।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এতদিন যথেষ্ট টিকা না দেওয়া আসামে সোমবার তিন লাখ ১৯ হাজার মানুষকে টিকাদান করা হেয়েছে। এদিন মধ্যপ্রদেশে টিকা পেয়েছেন ১৬ লাখ মানুষ।

এতদিন টিকাকরণে নানা সমস্যায় পড়া উত্তর প্রদেশে প্রায় সাত লাখ আর রাজস্থানে দেওয়া হয়েছে প্রায় সাড়ে চার লাখ টিকা। মহারাষ্ট্রে প্রায় চার লাখ আর পশ্চিমবঙ্গে তিন লাখের সামান্য বেশি মানুষকে টিকাদান করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২জুন/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :