কোম্পানীগঞ্জে ইউএনও পরিচয়ে মোবাইলে প্রতারণার চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুন ২০২১, ১৮:২৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) পরিচয় দিয়ে একটি মুঠোফোন নাম্বার থেকে প্রতারণার চেষ্টার ঘটনা ঘটেছে। ০১৬১০৪৭২৯১১ নম্বর থেকে ইউএনও পরিচয় দিয়ে বসুরহাট বাজারের ব্যবসায়ী ও বিভিন্নজনকে প্রতারণার চেষ্টা করে আসছিল।

মঙ্গলবার দুপুরে বিষয়টি জানার পর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর ইউএনও কোম্পানীগঞ্জ নামে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সকলকে সর্তক করে দেন। স্ট্যাটাসটিতে তিনি উল্লেখ করেন ০১৬১০৪৭২৯১১ নম্বর কোন অসাধু প্রতারক চক্র ইউএনও কোম্পানীগঞ্জ, নোয়াখালী পরিচয় দিয়ে বিভিন্নজনকে ফোন করছে। এটি আমার নম্বর না। সবাইকে সর্তক থাকার অনুরোধ করছি।

ইউএনও পরিচয় দিয়ে মুঠোফোনে প্রতারণার বিষয়ে জানতে চাইলে বসুরহাট বাজারের ব্যবসায়ী অরবিন্দ ভৌমিক জানান, উপজেলার চরহাজারী ইউনিয়নের জাহাঙ্গীর মেম্বার তাকে ফোন করে জানান যে, উপজেলা নির্বাহী অফিসার কয়েকজন সাংবাদিকসহ ভ্রাম্যমাণ আদালত করতে আসছেন। কোন ধরনের সমস্যা থাকলে বড় ধরনের জরিমানা হবে। তার আগে কিছু টাকা পয়সা দিয়ে মিটিয়ে ফেলুন। আমি তাৎক্ষণিক বিষয়টি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সিএ হাবিব সাহেবকে অবহিত করে নিশ্চিত হই যে, প্রতারক চক্র প্রত্যারণার উদ্দেশ্যে এমনটি করেছে।

এছাড়াও উপজেলার রামপুর ইউনিয়নের উদ্যোক্তা রাকিবকে একই নম্বর থেকে ফোন করে ইউএনও পরিচয় দিয়ে তার এলাকার বিভিন্ন বেকারির তালিকা চায়। একই সময় চরপার্বতী ইউনিয়ন পরিষদের সচিব মোয়াজ্জম হোসেনকে ইউএনও পরিচয়ে একই ফোন থেকে ফোন করা হয় বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি আমাকে জানিয়েছেন। প্রতারণ চক্রের ওই নাম্বারটিতে আমি বারবার চেষ্টা করার পরও ফোন রিসিভ করেনি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর বলেন, আমার অফিসের সিএ বিষয়টি আমাকে অবহিত করেছেন। আমি অসুস্থজনিত কারনে ছুটিতে আছি। মুঠোফোন নাম্বারটি কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে। প্রতারক চক্র থেকে সবাইকে সর্তক থাকারও অনুরোধ করেছেন তিনি।

(ঢাকাটাইমস/২২জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :