চাঁদপুরে ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যায় গ্রেপ্তার ৩

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুন ২০২১, ১৮:৪৬

চাঁদপুরে পেট্রোলের আগুনে পুড়িয়ে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামে ইকবাল মাহমুদ খোকন নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় পুলিশ এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে।

আসামিরা হলেন- পশ্চিম সকদী গ্রামের খাঁ বাড়ির এবং মামলার এক নম্বর আসামি দেলোয়ার হোসেন দেলুর ছেলে মো. মোরছালিন (২১), দেলুর স্ত্রী জোসনা বেগম (৪১) ও মৃত আমির খাঁর ছেলে মো. শহীদ উল্লাহ (৬৫)।

আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোমবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে পুলিশ আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি আব্দুর রশিদ বলেন, নিহত খোকন ও আসামিরা একই বাড়ির বাসিন্দা। খোকনের সাথে আসামিদের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করে গত ৩০ মে সন্ধ্যায় আসামিরা খোকনকে একা পেয়ে মারধর এবং ধারালো অস্ত্রের দ্বারা জখম করে। এ সময় অন্য আসামিরা খোকনকে ধরে রাখলে অপরাপর আসামিরা খোকনের মৃত্যু নিশ্চিত করার জন্য এক নম্বর আসামি দেলোয়ার হোসেন দেলু পূর্ব হতে রাস্তার পাশে এনে রাখা পেট্রোলের বোতল নিয়ে ভিকটিমের গায়ের মধ্যে পেট্রোল ঢেলে আগুন দেয়।

(ঢাকাটাইমস/২২জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :