বেনাপোলে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

প্রকাশ | ২২ জুন ২০২১, ১৯:১৬

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে। আটক গাঁজার দাম ৬০ হাজার টাকা বলে জানায় পুলিশ। মঙ্গলবার বিকালের দিকে বেনাপোল দীঘিরপাড় বাইপাস সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- দীঘিরপাড় গ্রামের জমাত আলীর ছেলে জামাল হোসেন (৪৩), একই গ্রামের নারায়ন বিশ্বাসের ছেলে সত্যজিৎ বিশ্বাস (৩০) ও মানকিয়া গ্রামের মৃত রওশান আলীর ছেলে ইদ্রিস আলী (৪০)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, তাদের কাছে গোপন একটি খবর আসে কয়েকজন মাদক বিক্রেতা মাদকের একটি বড় চালান নিয়ে বেনাপোলের দীঘিরপাড় গ্রামের বাইপাস সড়কে অবস্থান করছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।

আটকের সময় তাদের কাছে থাকা ছয় কেজি গাঁজাও উদ্ধার করা হয়। তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/২২জুন/কেএম)