১৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইপিডিসি

প্রকাশ | ২২ জুন ২০২১, ১৯:১৯

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ নন-কনভার্টিবেল বন্ড ইস্যু করার সিদ্ধান নিয়েছে। বন্ডটির পরিমান হবে ১৫০ কোটি টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি এই বন্ড ইস্যুর মাধ্যমে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। বন্ডের মেয়াদ হবে ৬ বছর। এই বন্ডের বিপরীতে কোনো জামানত রাখা হবে না। বন্ডের সাথে কুপন থাকবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে।

কোম্পানিটির চলমান ব্যবসার আর্থিক চাহিদা পূরণ এবং ভবিষ্যত মূলধন পর্যাপ্ততার কাজে এই অর্থ ব্যবহার করা হবে। তবে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর এই বন্ড ইস্যু করবে আইপিডিসি।

(ঢাকাটাইমস/২২জুন/এসআই)