সালথায় পুলিশি সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে স্টিকার বিতরণ

প্রকাশ | ২২ জুন ২০২১, ২১:৪৮

সালথা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের সালথা উপজেলার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সালথা থানা চত্বরে সংশ্লিষ্ট বিট অফিসার ও থানার ডিউটি অফিসারের মোবাইল নাম্বারসংবলিত স্টিকারের কয়েকটি বান্ডিল আনুষ্ঠানিকভাবে এসআই তাজুল ইসলামের হাতে তুলে দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান। এসব স্টিকার প্রতিটি ঘরের দরজায় লাগিয়ে দেওয়া হবে।

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগানে উপজেলার ৮টি ইউনিয়নে পুলিশের ৮টি বিট স্থাপনা করা হয়েছে। প্রতিটি বিটে একজন করে উপ-পরিদর্শক দায়িত্ব পালন করবেন। সাধারণ মানুষের ছোটখাটো ঝামেলা ইউনিয়ন পরিষদে বসে দায়িত্বরত বিট পুলিশের কর্মকর্তার মাধ্যমে মীমাংসা দেওয়া হবে। আর পুলিশের দ্রুত সেবা পেতে ঘরের দরজায় লাগানো স্টিকারে দেওয়া নাম্বারে কল দিলেই মিলবে পুলিশি সেবা।

সালথা থানার ওসি আশিকুজ্জামানের সভাপতিত্বে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, নুরুল ইসলাম, হাবিবুর রহমান লাবলু, খায়রুজ্জামান বাবু, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২জুন/এলএ)