নারায়ণগঞ্জে লকডাউনে নদী পারাপারে গুনতে হয় দ্বিগুণ ভাড়া

প্রকাশ | ২২ জুন ২০২১, ২২:১৩

মনি ইসলাম, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে লকডাউনের প্রথম দিনে সকাল থেকে গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও বন্দরে নদী পারাপার নিয়ে চলে প্রতিযোগিতা।

সরজমিনে দেখা যায় , নারায়ণগঞ্জের বন্দরে নদী পারাপারের জন্য মাত্র একটি নৌকা ও ট্রলার। সেই নৌকা বা ট্রলার ঘাটে ভেড়াতেই রীতিমত যুদ্ধ ও ঝগড়া করেই নদী পার হয় সেখানকার লোকজন। এ জন্য বাড়তি ভাড়াও গুনতে হয়, দুই টাকার ভাড়া ৫ টাকা করে নেয় হয়। রিকশা ভাড়াও বেড়েছে আগের চেয়ে ১০ টাকা করে বেশি।

মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল পর্যন্ত দেখা যায় এই চিত্র।

এদিকে শহরের মার্কেট ও দোকানপাট অধিকাংশ বন্ধ থাকলেও শহরতলীতে অন্যান্য স্বাভাবিক দিনের মতোই দোকানপাট খোলা থাকে। মানুষের চলাচলেও স্বাভাবিকতা দেখা গেছে৷  তবে শহরের কয়েকটি পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়েছে৷ পুলিশ সড়কে বের হওয়া রিকশাগুলো সিএনজি থামিয়ে যাত্রী নামিয়ে দেয়।

লকডাউন চলাকালে চিকিৎসা সেবার কাজে নিয়োজিত কিছু প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ রয়েছে৷ এছাড়া পণ্যবাহী যান এবং অ্যাম্বুলেন্স চলাচলও করতে পারবে এই সময়ে৷

এদিকে সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, লকডাউন থাকলেও পোশাক কারখানা খোলা রাখা যাবে৷ সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের কারখানার ভেতরে রেখেই উৎপাদন কার্যক্রম চালাতে হবে৷

(ঢাকাটাইমস/২২জুন/এলএ)