তালেবানদের দখলে আফগান-তাজিকিস্তান সীমান্ত

প্রকাশ | ২৩ জুন ২০২১, ১১:৪৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রধান সীমান্ত এলাকা শির খান বন্দর দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। মঙ্গলবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা।

কাতারভিত্তিক গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, তালেবান যোদ্ধাদের আক্রমণের মুখে আফগানিস্তানের উত্তরের কুনদুজ শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত শির খান বন্দর সংলগ্ন নিরাপত্তা চৌকি থেকে পালিয়ে গেছে। অনেকে সীমান্ত পার হয়ে তাজিকিস্তানে অবস্থান নিয়েছেন।

বার্তা সংস্থা এএফপিকে আফগানিস্তানের এক সেনা কর্মকর্তা জানান, ‘ঘটনার দিন সকালে ওই সীমান্তে শত শত তালেবান যোদ্ধা অবস্থান করছিল। আমরা সব চেকপোস্ট ত্যাগ করতে বাধ্য হয়েছি এবং আমাদের কিছু সেনাসদস্য সীমান্ত পার হয়ে তাজিকিস্তানে পালিয়ে গেছে।’

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সীমান্ত দখলের ঘটনা নিশ্চিত করে বলেন, কুনদুজে আমাদের মুজাহিদিনরা শির খান বন্দর ও তাজিকিস্তিনের সঙ্গে সব সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছেন।

ঢাকাটাইমস/২৩জুন/এমআর