বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শুরু ৭ জুলাই

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুন ২০২১, ১২:৩৪

জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ সিরিজ থাকলেও এতদিন নির্দিষ্ট ছিল না সেটার দিনক্ষণ। অবশেষে সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। একমাত্র টেস্ট ম্যাচের মাধ্যমে টাইগাদের আসন্ন এই সিরিজটি শুরু হচ্ছে আগামী ৭ জুলাই।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের এই পূর্ণাঙ্গ সিরিজে থাকছে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ। সফরটি শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। চলবে ৭-১১ জুলাই পর্যন্ত।

এরপর শুরু হবে ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচের সিরিজ। ১৬ তারিখে সিরিজে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার একদিন পরপর বাকি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। আর ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে সফর শেষ হবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যদের। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ জুলাই।

আর সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারাতে ক্রিকেট গ্রাউন্ডে।

এদিকে আসন্ন সিরিজ নিয়ে মানসিক প্রশান্তির খবরই পেয়েছেন তামিম ইকবাল বাহিনী। কেননা জিম্বাবুয়ে সফরে গিয়ে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘জিম্বাবুয়েতে আমাদের কোনো অফিশিয়াল কোয়ারেন্টাইনে থাকতে হবে না। প্রোটোকল অনুযায়ী টিম হোটেলে ওঠার পর প্রথম যে নমুনা নেওয়া হবে, সেটি নেগেটিভ এলেই সুরক্ষা বলয়ের মধ্যে থেকে অনুশীলন করা যাবে।’

মূলত এজন্যই জিম্বাবুয়েতে দুই ধাপে যাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথম ধাপের ফ্লাইটে আগামী ২৯ জুন (মঙ্গলবার) দেশ ছাড়বেন কয়েকজন। আর পরের ধাপে যাবেন বাকিরা। এদিকে জিম্বাবুয়েতে গিয়ে বাংলাদেশ দলের কেউ করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ শনাক্ত হলে প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।

(ঢাকাটাইমস/২৩জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

সাড়ে ৪ বছর পর দলে ফিরে বোলিং করা হলো না মোহাম্মদ আমিরের

জুভেন্টাসের বিপক্ষে জিতলেন রোনালদো, ১১৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ

বার্সেলোনাকে উয়েফার ৩৭ লাখ টাকা জরিমানা

এই বিভাগের সব খবর

শিরোনাম :