স্বরাষ্ট্রে এনআইডি, সংলাপে সমাধান চান সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুন ২০২১, ১৫:২৩ | প্রকাশিত : ২৩ জুন ২০২১, ১৩:২০
কে এম নুরুল হুদা (ফাইল ছবি)

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে নিয়ে গেলে ভোট পরিচালনায় অসুবিধা হবে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বুধবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সিইসি বলেন, চিঠি দিয়ে ইসি থেকে এনআইডি কার্যক্রম নেওয়া যাবে না। সংলাপে বসে এ বিষয়টি সমাধান করতে হবে।

এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার বিষয়ে গত ১৮ মে প্রধানমন্ত্রী কার্যালয়ের এক চিঠি নির্বাচন কমিশনে পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। তবে তা নিয়ে আপত্তি জানিয়ে ইসি আগের মতোই তাদের অধীনে রাখার পক্ষে যুক্তি দেখাচ্ছে।

কিন্তু এনআইডির সেবার কাজটি নিজেদের হাতে রাখতে চায় নির্বাচন কমিশন। এজন্য এ বিষয়ে অবস্থান তুলে ধরে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছিল ইসি সচিবালয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ সেটির জবাব দেয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম জানিয়েছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দেওয়ার কাজ। আর এই সিদ্ধান্ত আগেই হয়ে গেছে।

এ বিষয়ে সিইসি নুরুল হুদা বলেন, চিঠি দিয়ে নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম নেওয়া যাবে না। শুধু ভোটের স্বার্থে দীর্ঘদিনের চেষ্টায় এনআইডি তৈরি হয়েছে। কমিশনের কাছ থেকে এনআইডি চলে গেলে নির্বাচন পরিচালনায় অসুবিধা হবে।

সিইসি বলছেন, এনআইডি নিবন্ধন কার্যক্রমের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের আগে অবশ্যই আলোচনার প্রয়োজন আছে। সংলাপের মাধ্যমে এ বিষয়টি সমাধান করতে হবে। সেজন্য অবিলম্বে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব আসবে বলেও আশা প্রকাশ করেন নুরুল হুদা।

(ঢাকাটাইমস/২৩জুন/এমআর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :