ভাটার টান বিমায়, মিউচ্যুয়াল ফান্ডে চমক

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুন ২০২১, ১৬:১৪ | প্রকাশিত : ২৩ জুন ২০২১, ১৬:১২

গত দুই মাস ধরে শেয়ারের দাম বৃদ্ধিতে জোয়ার চলছিল পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানিগুলোর। ওই সময়ে কিছু কিছু কোম্পানির শেয়ারের দর কয়েকগুণ বেড়েছিল। সেই সঙ্গে বেড়েছিল পুঁজিবাজারের সূচকও। কিন্তু কয়েকদিন ধরে উল্টো চিত্র দেখা গেছে বিমা খাতে। এখন ভাটার টান পড়েছে বিমা খাতে। ভাটার ফলে বিমা খাতে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। তবে চমক দেখিয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার পুঁজিবাজারের লেনদেন উত্থান-পতনের মধ্য দিয়ে চললেও দিন শেষে ব্যাপক পতন হয়েছে পুঁজিবাজারে। এদিন বিমা খাতের ৫০টি কোম্পানির মধ্যে ৪৭টি কোম্পানরই শেয়ার দর কমেছে। বেড়েছে মাত্র দুটি কোম্পানির শেয়ার দর। গতকাল বিমা খাত লেনদেন হয়েছিল ৩১৯ কোটি টাকা। আজ লেনদেন হয়েছে ১৭৩ কোটি টাকা।

অন্যদিকে চমক দেখিয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাত। বুধবার মিউচ্যয়াল ফান্ড খাতের ৩৬টি ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৭.২২ শতাংশ বা ৩৫টি ইউনিটের। এদিন এই খাতে লেনদেন হয়েছে ৯০ কোটি ১০ লাখ টাকা, যা মোট লেনদেনের প্রায় পাঁচ শতাংশ।

বুধবার লেনদেনে প্রথম অবস্থানে বরাবরের মতো রয়েছে বস্ত্র খাত। এদিন এই খাতে মোট লেনদেন হয়েছে ৩৯৬ কোটি টাকা। খাতটিতে ৫৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ৪২টির, অপরিবর্তিত রয়েছে পাঁচটি কোম্পানির শেয়ার দর।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিবিধ খাত। এদিন খাতটিতে মোট লেনদেন হয়েছে ২৫৫ কোটি টাকা। খাতটিতে ১২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫টির। দর কমেছে ৮টি কোম্পানির শেয়ারের দর।

প্রকৌশল খাতে লেনদেন হয়েছে ২০৯ কোটি টাকা। দিন শেষে খাতটিতে ৪২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩টির। দর কমেছে ২৬টি কোম্পানির শেয়ারের দর। অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির শেয়ারের দর।

ঔষধ এবং রসায়ন খাতে লেনদেন হয়েছে ২০৩ কোটি টাকা। লেনদেনে অংশ নেয়া ৩০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ১৬টি কোম্পানির শেয়ারের দর।

ব্যাংক খাতে লেনদেন হয়েছে ১১৪ কোটি টাকা। খাতটিতে ৩১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে একটির। দর কমেছে ২৫টি কোম্পানির শেয়ারের দর। অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ার দর।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বুধবার লেনদেন হয়েছে দুই হাজার ৩০ কোটি তিন লাখ ৬৭ হাজার টাকা, যা আগের দিনের তুলনায় ১৩ কোটি টাকা বেশি।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৩২ লাখ ৭৩ হাজার ২৩৪ টাকা। যা আগের দিনের তুলনায় ৩৩ কোটি টাকা বেশি।

এদিন দেশের উভয় পুঁজিবাজারেই বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। লেনদেন বাড়লেও সূচকের বড় পতন হয়েছে।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৭২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সিএসইর লেনদেনে অংশ নেয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২০টির। কমেছে ১৮১টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ৩৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ছয় পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১৮৮ পয়েন্টে।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫৭৫ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১১৭ কমে অবস্থান করছে ১০ হাজার ৫৭১ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৭৭ পয়েন্টে। সিএসআই ছয় পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮২ পয়েন্টে।

দিনটিতে ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে মুন্নু সিরামিকস লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৯৬ বা ১১.১০ টাকা। এছাড়াও শেয়ার দর বৃদ্ধির তালিকায় রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড। এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। সমতা লেদার লিমিটেড। সী পার্ল, আইসিবি ইপিএম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ফু-ওয়াং ফুড লিমিটেড।

(ঢাকাটাইমস/২৩জুন/এসআই/এমআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বয়কটের ডাকে অর্ধেকে নেমেছে তরমুজের দাম, তবুও ক্রেতা নেই

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :