পার্থ গোপাল ও সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুন ২০২১, ১৬:৩২

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা কারাবন্দি ইসমাইল চৌধুরী সম্রাট এবং জামিনে থাকা সিলেটের বরখাস্ত ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিক বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে দুদক।

দুর্নীতিবিরোধী সংস্থাটির প্রধান কার্যালয় থেকে অভিযুক্তদের বিরুদ্ধে চিঠি পাঠানো হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

এর আগে গত সপ্তাহে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের প্রয়োজনে চট্টগ্রামের পটিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, ভোলার এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এবং সুনামগঞ্জের এমপি মোয়াজ্জেম হোসেন রতনসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কথা জানায় দুদক।

গতকাল মঙ্গলবার বিমান বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল মুনিম মোসাদ্দেক আহমেদ, ক্যাসিনোকাণ্ডে নাম আসা মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজ, যুবলীগের সাবেক নেতা জাকির হোসেনের স্ত্রী আয়েশা আক্তার সোমার নামে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় দুদক। আদালতের অনুমতির কপি পাঠানো হয় ইমিগ্রেশনে।

ঢাকাটাইমস/২৩জুন/এসআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :