সাবেক এমপি মিজানের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুন ২০২১, ১৬:৫৮

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বুধববার দুর্নীতি দমন কমিশনের খুলনার বিভাগীয় কার্যালয়ের পরিচালক মঞ্জুর মোর্শেদ চার্জশিট দাখিল করলে কমিশন তা অনুমোদন করে।

মামলার এজহার থেকে জানা যায়, খুলনা-২ আসনে সাবেক এই সংসদ সদস্য বিশ লাখ টাকার সম্পদ গোপনসহ এক কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জাত আয় বহির্ভূক সমাদ অর্জন করেছেন।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি সাংসদ থাকাকালীন সময়ে মিজানুর রহমান বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য সরকারি অফিসের ঠিকাদারী তার কাছের লোকদের পাইয়ে দেয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও, বিভিন্ন অসধুপায় অবলম্বন করে শতকোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এই ঘটনায় তদন্ত শেষে ৭ আগস্ট ২০১৯ সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-২ আসনে সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন-দুদক। পরে ওই দিনই দুদক সমন্বিত জেরা কার্যালয় ঢাকা-১ মামলাটি দায়ের করা হয়।

তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে ২০১৮ সালে ৪ মার্চ আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

পরে ২০১৮ সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে খুলনা-২ আসনের সাবেক সাংসদ মিজানুর রহমানকে তলব করে দুদক। ওই বছরে ১৬ এপ্রিল সকালে দুদকরে তলবে উপস্থিত হলে সংস্থাটির প্রধান কার্যালয়ে সরকার দলীয় সাবেক এই সাংসদকে জিজ্ঞাসাবাদ করেন তৎকালীন দুদক উপপরিচালক মঞ্জুর মোর্শেদ।

(ঢাকাটাইমস/২৩জুন/এসআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

জাল সার্টিফিকেট: প্রয়োজনে কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :