করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুন ২০২১, ১৮:৪৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম মো. মশিউর রহমান। তিনি ঝিনাইদহের কালীগঞ্জের তত্বিপুর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

সোমবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার দুপুরে পুলিশ সদরদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।

তাকে নিয়ে একক বাহিনী হিসেবে পুলিশের ৯৬ জন মারা গেলেন।

জানা গেছে, কনস্টেবল মো. মশিউর রহমানের গ্রামের বাড়ি মাগুরার স্টেডিয়াম পাড়ায়। কিছুদিন আগে তিনি করোনা পজেটিভ হন। এরপর থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি ছিলেন।

পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মশিউর রহমানের মৃত্যুতে পুলিশের প্রধান ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

(ঢাকাটাইমস/২৩জুন/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :