বিরামপুরে মাদক বিক্রির সময় চার কারবারি আটক

প্রকাশ | ২৩ জুন ২০২১, ১৮:৫৩

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

দিনাজপুরের বিরামপুরে অবৈধ মাদক বিক্রির সময় চার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে আটককে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কেশবপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের আজিম উদ্দিন (৪১), একই উপজেলার নারায়ণপুর গ্রামের জাহিদ হাসান (২০), নবাবগঞ্জ উপজেলার খয়েরগুণি গ্রামের সুমন মিয়া (২৮) ও একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফেরদৌস রেজা (২৮)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, কেশবপুর গ্রামে রাতে মাদক বিক্রি হচ্ছে- এমন গোপন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় মাদকব্যবসায়ী আজিম উদ্দিনের বাড়িতে মাদক কেনাবেচাকালে চারজনকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন, ৩ বোতল ফেনসিডিল, ১ বোতল বিয়ার মদ, মাদক বিক্রির নগদ ১ লক্ষ ২৭ হাজার ১৬০ টাকা এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটক চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের বুধবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৩জুন/এলএ)