আলফাডাঙ্গার গোপালপুরে বিট পুলিশের স্টিকার বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুন ২০২১, ২০:০৯

পুলিশের সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২ নম্বর বিট (গোপালপুর ইউনিয়ন) এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দরজায় দরজায় স্টিকার লাগিয়েছে পুলিশ।

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার বিকাল ৫টার দিকে আলফাডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে এ স্টিকার লাগিয়ে দেন ২ নম্বর বিট অফিসার থানার এসআই দিলীপ কুমার বিশ্বাস।

এসআই জানান, জনগণের দোরগোঁড়ায় পুলিশের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে, জনসচেতনা বৃদ্ধি, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদকের বিস্তার রোধ, সন্ত্রাসী, মাদকসেবী ও বিক্রেতাসহ সকল প্রকার অপরাধীদের তথ্য পেতে এই স্টিকার প্রতিটি বাড়ির সামনের ফটকে লাগিয়ে দেওয়া হচ্ছে। এতে দুটি নম্বর রয়েছে। দায়িত্বরত বিট পুলিশিংয়ের কর্মকর্তা ও থানার ডিউটি অফিসারের নম্বর। এর মাধ্যমে সাধারণ মানুষ পুলিশকে খুব সহজেই কাছে পাবে।

এসময় থানার এএসআই শফিউদ্দীন, গোপালপুর বাজার বনিক সমিতির সভাপতি ও গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খান আমিরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২জুন/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :