আনন্দ ফুলকি

প্রকাশ | ২৩ জুন ২০২১, ২০:১০

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

একদিন চলে যাবে জানো;

তবু কি পায়ের চিহ্ণ রাখবে না?

মেঘ জানে একদিন ঝরে যাবে;

তবু কি সে রঙধনু আঁকবে না?

 

ফুল জানে একদিন ঝরে যাবে 

তবু কি সে কুঁড়ি থেকে ফুটবে না? 

নদী জানে  জোয়ারেরও ভাটা হবে 

তবু কি সে মোহনায় ছুটবে না?

 

কোকিল তো জানে তার কুহুরব

বসন্ত চলে গেলে থাকবে না,

তবু কি সে ফাগুনের বনে বনে

সুললিত কুহুসুর মাখবে না?

 

মোম জানে তার দেহ পুড়ে যাবে

তা বলে কি মোম আলো জ্বালাবে না?

দম জানে এক দিন ফুরাবে সে 

তা বলে কি দমে বুক ফোলাবে না?

 

হাসি জানে কান্নার বান এলে

তখন আর মুখে হাসি মানাবে না,

তা বলে কি খিলখিল হাসি তার 

আনন্দ পৃথিবীকে জানাবে না?

 

ঝর্ণার জল জানে একদিন

তার ধারা কুলুকুলু গড়াবে না,

তা বলে কি ঝর্ণার জলধারা 

নুড়িদের গায়ে গায়ে জড়াবে না?

 

সুখ জানে মধুমাখা এতো সুখ

বেশিদিন কপালেতে সইবে না,

তা বলে কি সুখ আছে যতোটুক

এর স্বাদ ততোটুকু লইবে না?

 

মালা জানে একদিন কোনো ফুল

ও সুতোয় গাঁথা হয়ে হাসবে না,

তা বলে কি মালাগাঁথা কোনো ফুল

প্রীতিডোর বেঁধে ভালো বাসবে না?

 

ধূপ জানে কোনো ক্ষণে পুড়ে যাবে

তা বলে কি সুগন্ধ ছড়াবে না?

প্রেম জানে বিচ্ছেদও হতে পারে

তা বলে কি বুকে বুক জড়াবে না?

 

জীবনের জানা আছে শতভাগ

চিরদিন রইবে না তার প্রাণ,

তা বলে কি নিত্য সে গাইবে না

জীবনের ছন্দিত জয়গান?