চাকরির লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিত তারা

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুন ২০২১, ২২:০৪

কথিত ‘এমপি’ জহির উদ্দিন বাবুল ও তার সহযোগী শুলশান আরা খানম লাভলীকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ বুধবার সকালে গ্রেপ্তার করেছে। তারা চাকরির লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া ও খালি চেক নেওয়ার পর তাতে টাকার অঙ্ক বসিয়ে টাকা উদ্ধারের জন্য তদবির করতেন।

ময়মনসিংহ পুলিশ সুপার (এসপি) আহমার উজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ফকিরাপুলের হোটেল সেল্টারে গত ৩ বছর ধরে অবস্থান করে প্রতারণা করে যাচ্ছিলেন জহির উদ্দিন। নিজেকে এমপি পরিচয় দিয়ে প্রতারণা ও পুলিশের কাছে তদবির করতেন।

গুলশান আরার হেফাজত থেকে ৮টি চেক উদ্ধার করা হয়। খালি চেক নেওয়া হলেও তাতে মোট টাকা ৪৪ লাখ ৩০ হাজার টাকা উল্লেখ রয়েছে।

প্রতারণার শিকার নজরুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, তার ভাইয়ের ছেলে ও মেয়েকে সেনাবাহিনীর সিভিলে চাকরি দেওয়ার কথা বলে গত জানুয়ারিতে ১৭ লাখ টাকা চুক্তি করে। এরপর ৬ লাখ টাকা নগদ এবং ৫টি চেক নেয়। কিন্তু চাকরি ও টাকা ফেরত না দিয়ে ব্ল্যাঙ্ক চেকে ২০ লাখ টাকা বসিয়ে উকিল নোটিশ পাঠায়। পুলিশের কাছে অভিযোগ করলে সেটি তদন্ত করতে গিয়ে চক্রটিকে আটক করে।

(ঢাকাটাইমস/২৩জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :