৪৩তম বিসিএস: পুনঃআবেদনের সুযোগ পেলেন ৫৬ জন

প্রকাশ | ২৪ জুন ২০২১, ১২:৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনে ৫৬ পরীক্ষার্থীর দেয়া তথ্যে ভুল ছিল। ফলে তাদের আগের আবেদন বাতিল করে নতুন করে আবেদনের সুযোগ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি)।
 
বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
 
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় ৫৬ জন পরীক্ষার্থী ভুল তথ্য দিয়ে পূরণকৃত আবেদনপত্র বাতিল করে পুনরায় অনলাইনে আবেদন করার সুযোগ চেয়ে কমিশন বরাবর দরখাস্ত করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন ৫৬ জন পরীক্ষার্থীর আবেদনপত্র বাতিল করে পুনরায় আবেদনপত্র জমাদানের বিষয়ে অনুমতি দেয়। তবে ৩০ জুন সন্ধ্যা ৬টার ভেতর আবেদনপত্র জমা দিতে হবে। এরপর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
 
(ঢাকাটাইমস/২৪জুন/আরকে/কেআর)