সহজ জয়ে সিরিজে এগিয়ে গেল ইংলিশরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০২১, ১৪:৫০

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জস বাটলারের দুর্দান্ত ব্যাটিংয়ে সফররত শ্রীলঙ্কাকে ৮ উইকেটে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ইংল্যান্ড। এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৯ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করেতে নেমে ১৭.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা।

কার্ডিফে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই লঙ্কান ওপেনার অভিস্কা ফার্নান্দোকে সাজঘরে পাঠান ইংলিশ পেসার স্যাম কারেন। ব্যাট হাতে কোনো রানই তুলতে পারেননি তিনি। আরেক ওপেনার দানুস্কা গুনাথিলাকাকে ১৯ রানে ফেরান ক্রিস জর্ডান।

এরপর দলীয় ৫২ রানের মাথায় আরো দুটি উইকেট হারায় সফরকারীরা। ৯ রানে কুশল মেন্ডিস এবং ৩ রানে ফেরেন ধনঞ্জয়া ডি সিলভা। এছাড়া অধিনায়ক মেন্ডিস ফিরেছেন ২৬ বলে ৩০ রান করে।

দলের বাজে অবস্থাতে একপ্রান্ত আগলে রাখেন দলীয় অলরাউন্ডার ধাসুন শানাকা। কিন্তু সঙ্গী হিসেবে পাননি কাউকেই। শেষ পর্যন্ত শেষে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে আরো একটি অর্ধশত রানের ইনিংস। ইনিংসের শেষ বলে আউট হওয়ার পূর্বে ৪৪ বলে ৫০ রান করেন শানাকা। তার এই ইনিংসটি তিনটি চার এবং দুটি ছয়ে সাজানো। এছাড়া ৬ রানে অপরাজিত থাকেন ইসুরু উদানা।

এদিকে ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন আদিল রশিদ এবং স্যাম কারেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।

ফলে মাত্র ১৩০ রান তাড়া করতে নেমে কোনো ঝামেলায় পড়তে হয়নি স্বাগতিকদের। মাত্র ৯.১ ওভারে ৮০ রানের ওপেনিং জুটিই জয়ের ভিত গড়ে দেয়। ২২ বলে ৩৬ রানে ফেরেন জেসন রয়। আর ডেভিড মালান ফেরেন ব্যক্তিগত ৭ রানে।

এদিকে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পর জয় নিয়েই মাঠ ছাড়েন ওপেনার জস বাটলার। তিনি অপরাজিত থাকেন ৬৮ রানে। এছাড়া ১২ বলে ১৩ রানে মাঠ ছাড়ে জনি বেয়ারস্টো।

(ঢাকাটাইমস/২৪জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :