একসঙ্গে ১০ সন্তান জন্মদানের সেই খবর মিথ্যা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০২১, ১৫:৫৭

চলতি মাসের শুরুর দিকে এক নারীর একসঙ্গে দশ সন্তান জন্মদানের ভাইরাল হওয়া সেই খবরটি সঠিক নয়। দক্ষিণ আফ্রিকার যে হাসপাতালে দেশটির ওই নারীর দশ সন্তানের জন্ম দিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল তার কোনও রেকর্ড হাসপাতালটিতে নেই।

বিবিসির খবরে বলা হয়েছে, একসঙ্গে ১০ সন্তান জন্ম দেওয়ার দাবি করা ওই নারীর নাম গোসিয়ামি থামারা সিথোল। তার বয়স ৩৭ বছর। এমনকি তিনি গর্ভবতী ছিলেন না বলেও স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গেছে। তাকে নিয়ে খবর প্রচার করা প্রিটোরিয়া নিউজ সত্য সামনে আসার পর দুঃখ প্রকাশ করেছে।

দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যমটির এডিটর পিট রাম্পেদী প্রতিবেদনটি প্রকাশ করার আগে বিষয়টি খতিয়ে দেখা তাদের উচিত ছিল বলে মন্তব্য করে ভুল সংবাদ প্রকাশ করায় ক্ষমাও চেয়েছেন।

গত ৭ জুন ভাইরাল হওয়া খবরটি ছিল, সিথোল গৌতেং প্রদেশের এসবিএইচ গাসপাতালে একসঙ্গে ১০ সন্তান জন্ম দেন। সিথোল অভিযোগ করেছিলে, সন্তান জন্মদানের পর হাসপাতালের কর্মীরা প্রস্তুত ছিলেন না। ১০ সন্তান জন্মের খবর প্রকাশের পর কয়েকদিনের মধ্যেই সিথোলের ব্যাংক হিাসবে প্রায় এক মিলিয়ন রেন্ড (স্থানীয় মুদ্রা) জমা হয়।

এরপর ওই ঘটনা নিয়ে স্থানীয় গণমাধ্যম তদন্তে নামে। এরপর ঘটনাটি সাজানো বলে জানা যায়। ওই নারীর পরিকল্পনা ছিল এই খবরটি চাউর করে সন্তানদের খরচের জন্য মানুষের কাছ থেকে অর্থ সাহায্য চাওয়া। মূলত অর্থসহযোগিতা পাওয়ার জন্যই সিথোল এই ঘটনা সাজান বলে বিবিসির খবরে বলা হয়েছে।

ওই নারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হলেও যাচাইবাছাই না করে এমন একটি সংবাদ প্রকাশ প্রিটোরিয়া নিউজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে গৌতেং প্রাদেশিক সরকার। এক বিবৃতিতে তারা বলেছে, এই ঘটনায় হাসপাতাল এবং সরকারের সুনাম নষ্ট হয়েছে।

(ঢাকাটাইমস/২৪জুন/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :