ইভ্যালিসহ ১০ ই-কমার্সে কার্ড ব্যবহারে আরও তিন প্রতিষ্ঠানের ‘না’

প্রকাশ | ২৪ জুন ২০২১, ১৬:৪৩ | আপডেট: ২৪ জুন ২০২১, ১৬:৫৭

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

ব্র্যাক ব্যাংকের পর ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি অনলাইন মার্চেন্টে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন বন্ধ করেছে আরও দুটি ব্যাংক ও একটি প্রতিষ্ঠান। ব্যাংক দুটি হলো ব্যাংক এশিয়া লিমিটেড ও ঢাকা ব্যাংক লিমিটেড। আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডও এসব ই-কমার্সে কার্ড ব্যবহারে বৃহস্পতিবার নিষেধাজ্ঞা দিয়েছে।

এর আগে গতকাল ইভ্যালি- ও আলিশা মার্টসহ ১০ ই-কমার্সে কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক।

ব্যাংক এশিয়া লিমিটেড ও ঢাকা ব্যাংক লিমিটেডের নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য আট ই-কমার্স প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি।

বৃহস্পতিবার গ্রাহকদের এ সংক্রান্ত এসএমএস পাঠিয়েছে ঢাকা ব্যাংক। সেখানে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংক কার্ড গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে কিছুসংখ্যক অনলাইন মার্চেন্টে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কার্ড লেনদেন বন্ধ থাকবে।

ব্যাংক দুটির কার্ড বিভাগের কর্মকর্তারা জানান, এটি সাময়িক পদক্ষেপ। আজ বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক রয়েছে। সেখানে ইতিবাচক সিদ্ধান্ত আসলে আজ রাতেই সেবা চালু করা হতে পারে।

(ঢাকাটাইমস/২৪জুন/এসআই/এমআর)