পাসপোর্টের সাবেক ডিজির বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০২১, ১৮:৪০

পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আব্দুল মাবুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

গত ১৬ জুন বুধবার প্রধান দুদকের কার্যালয়ে ৪ কোটি ৭২ লাখ টাকো আত্মাসাতের অভিযোগে দায়ের করা হয় বলে দুদকের তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র ঢাকাটাইমসকে নিশ্চিত করেছে।

মামলার এজাহারে থেকে জানা যায়, পাসপোর্ট অধিদপ্তরে ডিজি হওয়ার পর নিজের ও তার স্ত্রী নাসিমা খাানের একাধিক ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমা রাখেন সাবেক এই মহাপরিচালক। সেই সঙ্গে তার কাছে থাকা বিপুল অর্থ তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

মামলার এজাহার থেকে আরও জানা যায়, আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের ধানমন্ডি শাখাতেই তাদের ১৬টি এফডিআর বা স্থায়ী আমানত রয়েছে। এছাড়া গুলশান শাখার আরও একটি বেসরকারি ব্যাংক হিসাবে তার কয়েক কোটি টাকার সন্ধান পায় দুদক।

(ঢাকাটাইমস/২৪জুন/এসআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :