ঘাটাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০২১, ১৯:৩৫

টাঙ্গাইলের ঘাটাইলে নিজ স্ত্রীকে হত্যার দায়ে খোকন মিয়া রামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জেলার মির্জাপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা গেছে, চলতি বছরের ১৯ এপ্রিল বিকালে ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর গ্রামের বসতঘর থেকে খোকন মিয়ার স্ত্রী বানেছা বেগমের (৪০) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি কামালপুর গ্রামের সমশের আলীর মেয়ে। এ ঘটনার পর থেকে স্বামী খোকন মিয়া পলাতক ছিলেন। তিনি জেলার মির্জাপুর উপজেলার বাশতৈল এলাকার কাশেম মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, পেশায় খোকন একজন গাড়ি চালক। তিন বছর আগে খোকনের সঙ্গে বিয়ে হয় বানেছার। বানেছা কামালপুর বাবার বাড়িতে থাকার কারণে মাঝে মধ্যে খোকন আসা-যাওয়া করতেন। সেদিন রাতে খোকন বানেছার ঘরে ছিলেন এবং রাতেই তার স্ত্রীকে খোকন শ্বাসরোধ করে হত্যা করে বলে পুলিশ ধারণা করছে।

এদিকে, এ ঘটনার পর বানেছার ভাই ঘাটাইল থানায় মামলা করেন।

ঘাটাইলের ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি খোকন মিয়াকে আটক করা হয়। পরে আজ তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/২৪জুন/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :