অনলাইনে মদ অর্ডার করে প্রতারণার শিকার শাবানা!

প্রকাশ | ২৪ জুন ২০২১, ১৯:৫৬ | আপডেট: ২৪ জুন ২০২১, ২০:০৮

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

অনলাইনে একটি সংস্থার কাছে মদ অর্ডার করে প্রতারণার শিকার হয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি! তিনি জানান, অর্ডারের সঙ্গে সঙ্গে টাকাও পরিশোধ করেছেন। কিন্তি বাড়ি এসে পৌঁছায়নি মদ। এরপর থেকে সেই সংস্থার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি শাবানা। ফোন তোলেনি কেউ।

বৃহস্পতিবার সেই কথা জানিয়ে নাগরিকদের সতর্ক করেছেন শাবানা।

টুইটে সেই সংস্থার নাম উল্লেখ করে অভিনেত্রী লিখলেন, ‘এদের কাছে ঠকেছি। টাকা দিয়ে মদ অর্ডার করেছিলাম। কিন্তু জিনিসটাই এসে পৌঁছায়নি। তারপর থেকে ফোন তুলছে না কেউ।’ যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন, যে নম্বরে যোগাযোগ করেছিলেন, সমস্ত তথ্য ভাগ করে নিলেন নেটাগরিকদের সঙ্গে।

শাবানার টুইটের মন্তব্য ঘরে অধিকাংশ নেটাগরিক জানালেন, এই ভাবে অনলাইনে নম্বর দিয়ে যারা জিনিস বিক্রি করে, তারা সিংহভাগই ভুয়া। তাদের কাছ থেকেই অভিনেত্রী জানতে পারেন, গুগলে এ রকম অসংখ্য নম্বর দেয়া থাকে। ৯৯ শতাংশ নম্বরই নাকি জালিয়াতির ফাঁদ।

মন্তব্যের ঘরে আরও একজন জানালেন, সম্প্রতি মুম্বাইয়ে মদের অনলাইন ব্যবসার নামে প্রতারণা হচ্ছে। এমন অনেক খবরই পাওয়া যাচ্ছে। শাবানাকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন অনেকেই।

(ঢাকাটাইমস/২৪জুন/ইএস)