‘সিনিয়র রোভার মেট’ নির্বাচিত হলেন জবির ২২ রোভার

প্রকাশ | ২৪ জুন ২০২১, ২০:৫৭

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ২২ রোভার ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘সিনিয়র রোভার মেট’ নির্বাচিত হয়েছেন। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের কাউন্সিল সভাপতি কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ইউনিটসমূহের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গত ১৮ জুন রোভার-ইন-কাউন্সিলের মিটিংয়ে বর্তমান শিক্ষাবর্ষে রোভারিং কার্যক্রমের সক্রিয়তা, লগবই পর্যালোচনা ও মৌখিক পরীক্ষারভিত্তিতে তাদের সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিতরা হলেন, কামরুল হাসান (ব্যবস্থাপনা শিক্ষা ইউনিট), মোল্লা মামুন হাসান (হিসাব বিজ্ঞান ইউনিট), মামুনুর রশিদ (আইন ইউনিট), আনোয়ার হোসেন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইউনিট),  নবাব হোসেন (রসায়ন ইউনিট), এসকে জামিরুল (ইংরেজি ইউনিট), হাবিবুল বাশার (ভূগোল ও পরিবেশ ইউনিট), হোসাইন মোহাম্মদ গোলাম রাজিক (গণিত ইউনিট), শরিফুল ইসলাম খান (উদ্ভিদ বিজ্ঞান ইউনিট), আব্দুল্লাহ্ আল মামুন (মনোবিজ্ঞান ইউনিট), হাসানুর রহমান (ফিন্যান্স ইউনিট), রিয়াদ হোসেন (সমাজবিজ্ঞান ইউনিট), এসএম শাহাদাত হোসেন অনু (রাষ্ট্রবিজ্ঞান ইউনিট), সাগর সরকার (অর্থনীতি ইউনিট), রনি দেবনাথ (মার্কেটিং ইউনিট), মারুফ আহম্মদ (পরিসংখ্যান ইউনিট), ইসরাফিল হোসেন (দর্শন ইউনিট), অয়ন আল আশরাফী (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ইউনিট), নাহিদ হাসান রাসেল (চারুকলা ইউনিট), রাসেল আকন্দ (বাংলা ইউনিট), রহিমা আক্তার মিম (গার্ল-ইন-রোভার ইউনিট) এবং নাজিয়া আফরোজ (গার্ল-ইন-রোভার ইউনিট)।

(ঢাকাটাইমস/২৪জুন/এলএ)