গাজীপুরে রিং রোড নির্মাণের চুক্তি স্বাক্ষর

প্রকাশ | ২৪ জুন ২০২১, ২১:০৪

নগর প্রতিবেদক, গাজীপুর

যানজট নিরসনে ১২ হাজার কোটি টাকা ব্যায়ে ৭০ কিলোমিটার দীর্ঘ রিং রোড নির্মাণের উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি করপোরেশন। নগরীর চারপাশ জুড়ে ১২ লেনের এই সড়কটি নির্মাণ করবে কোরিয়ান উন্নয়ন সংস্থা জিএস গ্লোবাল কোম্পানি।

এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষে সিটি মেয়র অ্যডভোকেট জাহাঙ্গীর আলম ও কোরিয়ান সংস্থা জিএস গ্লোবাল কর্পোরেশনের পক্ষে ভাইস প্রেসিডেন্ট মি. পার্ক গওয়া কেউন এ চুক্তিতে স্বাক্ষর করেন।  

এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান প্রকৌশলী আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র জাহাঙ্গীর আলম জানান, প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে আশুলিয়া থেকে মির্জাপুর- রাজেন্দ্রপুর-টঙ্গী হয়ে পূর্বাচল পর্যন্ত ৭০ কিলোমিটার দীর্ঘ এই সড়ক প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসী যানজটের ভোগান্তি থেকে যেমন রক্ষা পাবে তেমনি যোগাযোগ ব্যবস্থাও সহজতর হবে। আগামী অর্থ বছরেই প্রকল্পটির কাজ শুরু করা হবে। কাজ শুরুর পর তিন বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। আধুনিক নগর গড়ার অংশ হিসেবে সড়কটি নির্মাণের জন্য নগরবাসীর সহযোগিতা চেয়েছেন মেয়র।

(ঢাকাটাইমস/২৪জুন/পিএল)