সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৩ হাজার লিটার চোরাই তেল জব্দ

প্রকাশ | ২৪ জুন ২০২১, ২১:২১

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জ্বালানি তেল চোরাই চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময়  ১৩,৫০০ লিটার জ্বালানি তেলভর্তি একটি ট্যাংক লরি জব্দ করা হয়। বৃহস্পতিবার চিটাগাংরোড এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- বাহাউদ্দিন বাতেন এবং আ. সাত্তার সোহাগ। সন্ধা ৬টায় র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী জানান, একটি সংঘবদ্ধ চোরাইচক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা হতে অসাধু উপায়ে জ্বালিানি তেলের উপজাত পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ন্যাপথা সংগ্রহ করে পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ করে আসছে। ইঞ্জিনচালিত গাড়িতে ব্যবহৃত জ্বালানী তেল পেট্রোলের তুলনায় ন্যাপথার বাজার মূল্য অনেক কম হওয়ায় চোরাই চক্র অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পেট্রোলের সাথে ন্যাপথা মিশিয়ে গাড়ির মালিকদের কাছে বিক্রয় করে প্রতারণামূলকভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। জ্বালানি তেল পেট্রোলের সাথে মিশ্রিত পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ন্যাপথা ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিন মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

(ঢাকাটাইমস/২৪জুন/এলএ)