বাড়ির ছাদ পানিরোধী করবেন যেভাবে

প্রকাশ | ২৫ জুন ২০২১, ১২:২২

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস

এই বর্ষায় বাড়ির ছাদে পানি জমা স্বাভাবিক। কিন্তু বৃষ্টির পানি ছাদে দীর্ঘস্থায়ী হলে ঘরের ভেতর স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হবে। এই কারণেই, বাড়ির মালিকদের জন্য সর্বোত্তম সমাধানটি হল ছাদ এবং বাইরের দেয়ালগুলোকে পানিরোধী করে তোলা। জেনে নিন বাসা-বাড়ির ছাদ কীভাবে পানিরোধী করবেন। 

বৃষ্টির সুরক্ষা কবচ

বাসার ছাদ পানিরোধী করতে হলে প্রথমে ছাদে হালকা সিমেন্টের প্রলেপ দিতে পারেন। সিমেন্টের প্রলেপ দেয়ার ফলে ছাদে পানি দীর্ঘস্থায়ী হবে না। সিমেন্টের পাশাপাশি রঙের কোটিংও দিতে পারেন। 

বাড়ির ছাদ ওয়াটারপ্রুফিং বা পানিরোধী করার বাণিজ্যিক সুবিধাও রয়েছে।

যেকোনো বাড়ির ছাদ সর্বাধিক উন্মুক্ত অংশ। সারা বছর জুড়ে  গ্রীষ্মের সময় ছাদ এবং টেরেসগুলো সরাসরি সূর্যালোকের সংস্পর্শে আসে। উত্তাপের ব্যপকাহারে বৃদ্ধি পৃষ্ঠতলকে ক্রমশ ফাটিয়ে দিতে পারে এবং ভবিষ্যতে লিকেজ হওয়ার সম্ভাবনা তৈরি করে। ছাদ বা টেরেসের পানিরোধী এই সমস্যার সমাধান করতে পারে।

(ঢাকাটাইমস/২৫জুন/এজেড)