সানিয়ার সামনে অনন্য রেকর্ডের হাতছানি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুন ২০২১, ১৩:২২

পরিস্থিতি স্বাভাবিক থাকলে জুলাই ২৩ তারিখেই শুরু হতে যাচ্ছে টোকিও অলিম্পিক। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই টুর্নামেন্টে বরাবরের মতো এবারো অংশ নেবেন ভারতীয় কিংবদনন্তি টেনিস তারকা সানিয়া মির্জা। আর সেটা সম্ভব হলেই প্রথম ভারতীয় নারী হিসেবে চারটি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবেন তিনি।

বিরল এই রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে থাকা এই ভারতীয় নারী টেনিস সুন্দরী এক ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়াকালে বলেন, ‘আমার ক্যারিয়ার দুর্দান্ত। আসলে নিজের ওপর বিশ্বাস রাখা সব চেয়ে গুরুত্বপূর্ণ। আমার বয়স এখন ৩০ পেরিয়েছে, তারপরেও আমি এখানে। তবে আরও কত দিন খেলব সেটি নিয়ে ভাবিনি। আমি প্রতিটা দিন ধরে এগিয়ে চলি। ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তা করি না।’

তিনি আরো বলেন, ‘সারা বিশ্বে আমি যেখানেই খেলতে যাই, ভারতকেই প্রতিনিধিত্ব করি। কিন্তু অলিম্পিকে খেলাটা গর্বের। সেখানে দেশের প্রতিনিধিত্ব করা যে কোনও খেলোয়াড়ের স্বপ্ন। আমি জানি এ বারের টোকিও অলিম্পিকে খেলতে নামলে আমি হব একমাত্র ভারতীয় নারী যে সব চেয়ে বেশি অলিম্পিক খেলবে।’

উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত রিও অলিম্পিকে শিরোপা খুব কাছাকাছি গিয়েছিলেন সানিয়া। কিন্তু সেবার ভাগ্য তার পক্ষে ছিল না। তাই শেষ চারের লড়াইয়ে হেরে বাদ পড়েছে টুর্নামেন্ট থেকে। এখন পর্যন্ত মোট ছয়টি গ্র্যান্ড স্লাম জেতার স্বাদ পেয়েছেন ৩০ বছর বয়সী এই টেনিস তারকা। যার তিনটি নারীদের ডাবল ইভেন্টে, বাকি তিনটি নারী-পুরুষ মিশ্র ইভেন্টে।

(ঢাকাটাইমস/২৫জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :