অক্সিজেন নিয়ে মানুষের দ্বারে দ্বারে পুলিশ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জুন ২০২১, ১৫:৪৬ | প্রকাশিত : ২৫ জুন ২০২১, ১৫:০৪

‘পাশে আছি আমরা, জেলা পুলিশ ফরিদপুর’ এ স্লোগানকে সামনে রেখে পিকআপে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে ফরিদপুর জেলা পুলিশ।

হঠাৎ করে ফরিদপুরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের এ উদ্যোগ।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান গণমাধ্যমকে জানান, জেলায় করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এমন অবস্থায় অক্সিজেনের চাহিদাও অনেক বেড়ে গেছে। তাইতো গত বৃহস্পতিবার জেলা পুলিশের পক্ষ থেকে ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে।

ফরিদপুর পুলিশ লাইন্সের রিজার্ভ কর্মকর্তা-১ উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে সেবামূলক এ কাজে সহযোগিতা করছেন ফরিদপুর পুলিশ লাইন্স হাসপাতালের মেডিকেল সহযোগী মো: শাহজাহান।

উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ফরিদপুরে হঠাৎ করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এসপি স্যারের নির্দেশে আমরা এ উদ্যোগ নিয়েছি। যে কেউ কল করলেই আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেখানে ছুটে যাচ্ছি।

(ঢাকাটাইমস/২৫জুন/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :