কালিয়াকৈরে ‘ম্যানেজ’ করে চলছে গণপরিবহন

প্রকাশ | ২৫ জুন ২০২১, ১৭:১৫ | আপডেট: ২৫ জুন ২০২১, ১৭:৫৫

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

সারাদেশে চলমান লকডাউনে মহাসড়কে সব ধরনের গণপরিবহন বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। তবে বিধিনিষেধ উপেক্ষা করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাস টার্মিনাল থেকে ঢাকা-টাঙ্গাইল সড়কে চলছে গণপরিবহন। কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে দুই সিটে দুজন করে যাত্রীবহন করে চলছে এসব পরিবহন।

উপজেলার চন্দ্রা বাস টার্মিনালে সরেজমিনে গিয় দেখা যায়, যাত্রীভর্তি কিছু দূরপাল্লার গণপরিবহন ছেড়ে যাচ্ছে রাজধানীর গাবতলী ও উত্তরের পথে। তবে বাসের চালক ও তার সহকারীরা জানান, হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে যাত্রী তুলছেন তারা। বিন্দুমাত্র স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব ছাড়াই যাত্রী তোলা হচ্ছে বাসগুলোতে।

এদিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অনেক গণপরিবহনই আবার বিকল্প সড়ক ব্যবহার করে এক জেলা থেকে অন্য জেলায় চলাচল করছে। গাড়িভর্তি যাত্রী নিয়ে বিভিন্ন আঞ্চলিক সড়ক ব্যবহার করে পৌঁছে যাচ্ছে গন্তব্যে।  

চন্দ্রা বাস টার্মিনাল থেকে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এক বাসের চালক হায়দার মিয়া বলেন, ‘সারাদিন বাস আটকা ছিল। কিছুক্ষণ আগে ছাড়া পেয়েছি। পুলিশকে পাঁচ হাজার টাকা দিয়ে মিটিয়েছি।’

সাভার পরিবহনের এক চালক নাম প্রকাশ না করে বলেন, ‘মামা আইন বলে কিছু নেই। টাকা দিছি অনুমতি পাইছি। গেলে উঠেন গাবতলী ১০০ টাকা। পথে কোনো বিপদ নাই।’

আমির হোসেন নামে এক যাত্রী বলেন, ‘চন্দ্রা থেকে গাবতলী যাব। কিন্তু কোনো পরিবহন নাই। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর একটি বাস পাইলাম। দ্বিগুণ ভাড়া দিয়ে বাসে উঠেছি।’

এ বিষয়ে চন্দ্রা হাইওয়ে পুলিশ বক্সে উপস্থিত থাকা কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

তবে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর ফারুক ফোনে ঢাকাটাইমসকে বলেন, ‘চন্দ্রা থেকে কোনো গণপরিবহন চলছে না। আমরা সর্বক্ষণ ডিউটি দিচ্ছি এবং এসব পরিবহনের বিরুদ্ধে মামলা দিচ্ছি। মামলার পরেও যদি আবার তারা গাড়ি চালায় তাহলে কি কিছু বলার আছে?  আর মামলার টাকা ছাড়া আমরা কোনো টাকা নিচ্ছি না।’ 

(ঢাকাটাইমস/২৫জুন/কেএম)