জয়পুহাটে করোনা সচেতনতায় প্রশাসনের সঙ্গে ছাত্রলীগ

প্রকাশ | ২৫ জুন ২০২১, ১৮:০৬

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাটে করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় জনসমাগম নিয়ন্ত্রণে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে  প্রশাসনের সঙ্গে কাজ করছে ছাত্রলীগ। এছাড়া বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন তারা। উপজেলার ইটাখোলা বাজার, নিশ্চিন্তা বাজার, বটতলী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারী দোকানদার, অটোরিকশা ও ভ্যান চালকদের মাঝ মাস্ক বিতরণ করা হয়।

শুক্রবার দুপুরে সমাজসেবক নুরুল আমিন বকুল এবং ক্ষেতলাল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক  মেহেদি আশিক রাজুর নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন হয়।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান বলেন, জয়পুরহাট জেলা সীমান্ত এলাকা হওয়ায় করোনার সংক্রমণ বেড়ে গেলেও বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। গণপরিবহন, হাটবাজার ও কর্মস্থলে মাস্ক ব্যবহার করছেন না অনেকেই। জনসমাগমও এড়িয়ে চলছেন না কেউ। এই পরিস্থিতিতে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে এবং জনমানুষের মধ্যে সচেতনতা বাড়াতে অভিযান শুরু করেছে। নিয়ম না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনতে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৫জুন/কেএম)