করোনায় বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যানের মায়ের মৃত্যু

প্রকাশ | ২৬ জুন ২০২১, ১৪:৪১ | আপডেট: ২৬ জুন ২০২১, ১৪:৫৭

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের মা কুলসুম বেগম (৯২) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার সকাল ছয়টায় খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার স্বাস্থ্যবিধি মেনে জোহরবাদ বাগেরহাট শহরের খারদ্দার এলাকার ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি ছয় ছেলে, তিন মেয়ে, পুত্রবধূ, নাতি, নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

কুলসুম বেগমের মৃত্যুতে বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দীন, সদর আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়সহ উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড. মিরাজুল করিম বলেন, গত সোমবার কুলসুম বেগমের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে করোনা ডেডিকেটেড হাপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। এই হাসপাতালে তার অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২৬জুন/পিএল)