নিখোঁজের একদিন পর রূপগঞ্জে নারীর লাশ

প্রকাশ | ২৬ জুন ২০২১, ২০:৫৯ | আপডেট: ২৬ জুন ২০২১, ২১:০৯

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের একদিন পর জিয়াসমিন বেগম (৪৪) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুর্ণবাসন কেন্দ্র এলাকার শীতলক্ষ্যা নদীর ঘাট থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। জিয়াসমিন বেগম উপজেলার তারাব পৌরসভার বরপা শান্তিনগর এলাকার মৃত সামসুল হকের স্ত্রী।

ইছাপুড়া নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শিশির আহাম্মেদ জানান, চনপাড়া পুর্ণবাসন কেন্দ্র এলাকার শীতলক্ষ্যা নদীর ঘাটে ওই নারীর লাশ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা নৌপুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি জানান, উদ্ধার হওয়া নারীর পরিচয় মিলেছে। নিহত জেয়াসমিন বেগম গত বৃহস্পতিবার সকালে নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে শনিবার দুপুর পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ লিখিতভাবে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ না দিলে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করবে।  

(ঢাকাটাইমস/২৬জুন/কেএম)