পাবনার টেবুনিয়া বাজারে সিসি ক্যামেরা

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ২৬ জুন ২০২১, ২১:১৪

পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে ১৪টি সিসি ক্যামেরা স্থাপন কার হয়েছে। পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান শনিবার বিকাল সাড়ে ৩টায় টেবুনিয়া বাজারে বণিক সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিসি ক্যামেরার উদ্বোধন করেন।

টেবুনিয়া বণিক সমিতির সভাপতি খন্দকার জহুরুল ইসলাম আলোর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বিশেষ অতিথি পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকোনুজ্জামান, পাবনা সদর থানার ওসি অমিনুল ইসলাম জুয়েল, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, টেবুনিয়া বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, বর্তমান আইজিপির নির্দেশে আমরা মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরোটলারেন্সে কাজ করাছি। সাধারণ মানুষ পুলিশকে এখন অনেক তথ্য প্রদান করছেন। সেই তথ্যেরভিত্তিতে গত ৬ মাসে পাবনায় ২৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তথ্য প্রদানকারীর নিরাপত্তায় আমরা তার নাম গোপন রাখছি। তিনি মাহামারি করোনাভাইরাস মোকাবেলায় সাধরণ মানুষকে সরকারের দেওয়া বিধি নিষেধ মেনে চলার জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠান শেষে তিনি এক সঙ্গে ১৪টি সিসি ক্যামেরার উদ্বোধন করেন।

(ঢাকাটাইমস/২৬জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :