শিবচরে লেগুনা খাদে পড়ে একজন নিহত, আহত ৪

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুন ২০২১, ২১:২০

মাদারীপুরের শিবচরে লকডাউন উপেক্ষা করে আঞ্চলিক সড়ক ব্যবহারে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি লেগুনা গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মস্তফা শেখ (৬৫) নামে লেগুনার একজন যাত্রী আহত হন। মস্তফাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

শনিবার দুপুরে শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের এ এম উচ্চ বিদ্যালয়ের কাছে এদুর্ঘটনা ঘটে। নিহত মস্তাফা শেখ বরিশালের বাবু নগর উপজেলার বাহেরচর খুতুবকাট এলাকার মৃত রব শেখের ছেলে।

লকডাউনের ফলে সড়ক-মহাসড়কগুলোতে পরিবহণ চলাচল বন্ধ থাকায় বরিশালের বাবু নগর থেকে লেগুনা গাড়িতে করে কর্মস্থল ঢাকায় যাবার জন্য স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে রওনা দেন মস্তফা শেখ। পথিমধ্যে মাদারীপুরের শিবচরের ভান্ডারিকান্দী এ এম উচ্চ বিদ্যালয়ের কাছে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তিনি। এ সময় সঙ্গে থাকা তার স্ত্রীসহ আহত হন আরো চারজন।

মাদারীপুরের সহকারী (শিবচর সার্কেল) পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

(ঢাকাটাইমস/২৬জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :