চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুন ২০২১, ১২:৪০ | প্রকাশিত : ২৭ জুন ২০২১, ১২:২৯

পাবনার চাটমোহরে একইদিনে পুকুরে ডুবে দেড় বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার ধূলাউড়ি ও বনগ্রামে বাড়ির পাশের পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করেন স্বজনরা।

মৃত দুই শিশু হলো পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রামের আবু বক্কারের ছেলে মাসুম হোসেন এবং হরিপুর ইউনিয়নের ধূলাউড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে আবির হোসেন।

জানা গেছে, শনিবার দুপুরে বনগ্রাম এলাকায় দেড় বছরের শিশু মাসুমকে ঘরের বারান্দায় বসিয়ে রেখে গোসল করছিলেন তার মা। গোসল শেষে ফিরে এসে দেখেন মাসুম সেখানে নেই। দীর্ঘসময় খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকালে বাড়ির পাশের একটি পুকুরে শিশু মাসুমের লাশ ভেসে ওঠে।

অন্যদিকে, একইদিন সকালে ধূলাউড়ি গ্রামের শিশু আবির বাড়ির উঠানে বসে খেলছিল। এসময় পরিবারের লোকজন বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর উঠানে আবিরকে দেখতে না পেয়ে বাড়ির পাশের পুকুরে স্বজনরা খোঁজাখুঁজি করে পানিতে তলিয়ে থাকা অবস্থায় আবিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দুটি শিশুই হামাগুড়ি দিয়ে পুকুরে যাওয়ার পর তলিয়ে যায় বলে স্বজনদের ধারণা।

দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

(ঢাকাটাইমস/২৭জুন/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :