গাজীপুরে করোনায় আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ৮৩

প্রকাশ | ২৭ জুন ২০২১, ২১:০২

নগর প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ৮৩ জন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ২৩৪ জন এবং আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪০৬ জন। রবিবার বিকালে গাজীপুর সিভিল সার্জন ডা. খাইরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ১৭৭ জনের দেহে নমুনা পরীক্ষায় ৮৩ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৩৩ জন, কালিয়াকৈর উপজেলায় ১৪ জন, শ্রীপুর উপজেলায় ২৬ জন, কাপাসিয়া উপজেলায় ৮ জন ও কালীগঞ্জ উপজেলায় ২ জন।

তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৮৯ হাজার ৪৫২ জনের নমুনা পরীক্ষায় ১২ হাজার ৪০৬ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

 এর মধ্যে গাজীপুর সদরে ৮ হাজার ৯৯ জন, কালীগঞ্জে ৮৭৮ জন, কালিয়াকৈরে ১ হাজার ২৬৪, কাপাসিয়ায় ৭৯১ ও শ্রীপুরে ১ হাজার ৩৭৪ জন আক্রান্ত হয়েছেন।

ডা. খাইরুজ্জামান জানান, তবে এ পর্যন্ত জেলায় ২৩৪ জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৫৪ জন।

(ঢাকাটাইমস/২৭জুন/এলএ)