কালিয়াকৈর ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে জিডি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুন ২০২১, ২৩:০৮

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কালিয়াকৈরে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার মৌচাক, ভান্নারা এলাকার আলিফ কম্পেজিট লিমিটেড নামক একটি কারখানার এডমিন ম্যানেজার বুলবুল হোসেন বাদী হয়ে এ সভাপতি রুবেল সরকার, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও ওয়াসীম মিয়ার নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি করেন।

সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন মিলে ওই ফ্যাক্টরির ঝুট নিয়ন্ত্রণের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলেন। গত ২৬ জুন বিকালে ওই কারখানার ঝুট বিক্রি করা হয়েছে। এসময় রুবেল সরকার ও আরিফের নেতৃত্বে একদল যুবক কারখানায় এসে ঝুট দাবি করে। কিন্তু পূর্বেই অন্যদের কাছে ঝুট বিক্রি করা হয়েছিল। পরে ঝুট না পেয়ে রুবেল ও আরিফের নেতৃত্বে একদল যুবক কারখানার কর্মকর্তা কর্মচারীদের গালিগালাজ করে এবং মারধরের হুমকি দেয়।

এ ঘটনায় ফ্যাক্টরির এডমিন ম্যানেজার বুলবুল হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল সরকার বলেন, আমরা হুমকি দেইনি। আমরা তাদের সাথে সৌজন্যে সাক্ষাত করেছি, কথা বলেছি। তারা আমাদের আপ্যায়নও করেছেন। কিন্তু হুমকির বিষয়টি সসম্পূর্ণ মিথ্যা।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার আবুল কালাম নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করা হবে।

(ঢাকাটাইমস/২৭জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :