পুলিশের হস্তক্ষেপে বাকপ্রতিবন্ধী শিশু ফিরল মায়ের কোলে

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুন ২০২১, ১১:১৮

চিলমারীতে বাকপ্রতিবন্ধী শিশু (৫) ফাহিমকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন পুলিশ

জানা গেছে, কয়েক বছর আগে কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের নয়াবাড়ী ডাওয়াইটারী গ্রামের নুর বক্তরের মেয়ে নুর ফাতেমার সঙ্গে রমনা ইউনিয়নের বেলের ভিটা এলাকার মৃত শহর উল্লাহ শেখের ছেলে আব্দুল মান্নান মন্টুর বিয়ে হয়। তাদের সন্তান ফাহিম জন্ম নেয়ার পর তাদের সংসারে প্রায় সময় তাদের পারিবারিক ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এক পর্যায়ে শনিবার দুপুরে নুর ফাতেমার সঙ্গে স্বামী আব্দুল মান্নানের ঝগড়া বাঁধে। এরই মধ্যে ফাহিম মায়ের কাছে আসতে দিচ্ছিলেন না তার বাবা।

এ বিষয়ে নুর ফাতেমা গত রবিবার চিলমারী মডেল থানায় একটি অভিযোগ করেন। পরে রাতেই এসআই ইসমাইল হোসেন সংগীয় ফোর্সসহ ঘটনাস্থল বেলেরভিটা গ্রামে উপস্থিত হয়ে স্থানীয়দের উপস্থিতিতে শিশুটিকে শিশু ফাহিমকে তার বাবার কাছ থেকে থানায় নিয়ে এসে মায়ের কাছে ফিয়িয়ে দেন। মাকে কাছে পেয়ে শিশুটি আনন্দে আত্মহারা হয়ে পড়েন।

(ঢাকাটাইমস/২৮জুন/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :