জামালপুরে গৃহবধূকে হত্যার অপরাধে তিনজনের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুন ২০২১, ১৭:৫৮ | প্রকাশিত : ২৮ জুন ২০২১, ১৭:৫১

জামালপুরে মাদারগঞ্জে গৃহবধূ শাহিদা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানার ঘোষণা দিয়েছে আদালত।

সোমবার দুপুরে জামালপুর দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক জুলফিকার আলী খাঁন এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সকলের বাড়ি মাদারগঞ্জ উপজেলার ভেলামারী গ্রামে।

মামলার রায়ে বলা হয়, গৃহবধূ শাহিদা আক্তারের স্বামী শাহিন মিয়া সৌদি আরব প্রবাসী। শাহিন মিয়ার পাঠানো টাকাকে কেন্দ্র করে ২০১০ সালের ২০ জানুয়ারি সকালে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া হয় শাহিদা আক্তারের। এক পর্যায়ে শাহিদা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে তার ভাসুর রবিউল কাশেম, আমিনুর ও ভাতিজা নিক্সন প্র: লিকসন। পরে ২০১০ সালের ১৯ ডিসেম্বর নিহত শাহিদা আক্তারের বাবা মজিবর রহমান মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলায় ১৭ জন স্বাক্ষীর মধ্যে আটজনের স্বাক্ষ্য গ্রহণ শেষে তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানার ঘোষণা দেন বিচারক। তবে মামলার দ্বিতীয় আসামি নিক্সন এখনো পলাতক রয়েছেন।

মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বাকী বিল্লাহ।

(ঢাকাটাইমস/২৮জুন/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :