মৌলভীবাজারে প্রভাব নেই লকডাউনের

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুন ২০২১, ১৯:৪৯ | প্রকাশিত : ২৮ জুন ২০২১, ১৯:৩৫

মৌলভীবাজারে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে, বাড়ছে মৃত্যুও। সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে লকডাউন চলছে। লকডাউনের বিধি অনুযায়ী, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ও জরুরি সেবা ছাড়া গণপরিবহন, বিপণিবিতান ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা। দোকানপাট বন্ধ রাখা ছাড়া জনজীবনে লকডাউনের তেমন কোনো প্রভাব পড়েনি।

শহরের কুসুমভাগ, বাসস্ট্যান্ড, শমসেরনগর রোড, চৌমুহনা, কোটরোড ও বিভিন্ন শাখা সড়ক ঘুরে দেখা যায়- সড়কগুলো কার্যত ব্যাটারিচালিত রিকশা, প্রাইভেটকার, মোটরসাইকেলের দখলে। এসব যানবাহনের চলাচল ঠেকাতে পুলিশ সদস্যদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। শহরের বিভিন্ন সড়কে পথচারী ও যানবাহন চলাচলে বাধার দেওয়ার চেষ্টা করছে পুলিশ। অন্যান্য দিনের মতোই লোকজনকে ঘর থেকে বের দেখা গেছে। তাদের মধ্যে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানার বিষয়েও উদাসিনতা দেখা যায়।

অটোরিকশাচালক সুমন মিয়া বলেন, লকডাউন চলার কথা তিনি শুনেছেন। কিন্তু সবাই শহরে ইচ্ছেমতো চলাফেরা করছে। বাজারঘাটেও আগের মতো মানুষ আসছে। তাই তারাও ইজিবাইক চালাচ্ছেন। শুধু শহরের কিছু পয়েন্টে গেলেই পুলিশ আটকাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় জেলার ১০২টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ শতাংশ।

(ঢাকাটাইমস/২৮জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :