বাগেরহাটে আরও ১১২ জনের করোনা

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জুন ২০২১, ১১:৫৫ | প্রকাশিত : ২৯ জুন ২০২১, ১০:৫১

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় (সোমবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত) ২২১টি নমুনা পরীক্ষায় আরও ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৫১ শতাংশ। একই সময়ে জেলায় করোনায় ও উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মিরাজুল করিম বলেন, বাগেরহাটের করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। দিনদিন যেভাবে রোগীর চাপ বাড়ছে তাতে আমাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। করোনার উপসর্গ ও আক্রান্ত হয়ে বর্তমানে ৩৭ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় এখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন হাজার ২৯২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ১০০ জন। মৃত্যু হয়েছে ৮০ জনের।

(ঢাকাটাইমস/২৯জুন/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :