লালমনিরহাট সীমান্তে বিএসএফের ‍গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুন ২০২১, ১৭:৫২
ফাইল ছবি

লালমনিরহাট সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তার নাম রিফাত হোসেন (২৮)। তিনি সীমান্ত পার হয়ে ভারত অংশে ঢুকেছিলেন গরু আনতে।

মঙ্গলবার ভোরে জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের সমশের নগর সীমান্তের ভারত অংশে ওই ঘটনা ঘটে।

নিহত রিফাত পাটগ্রাম উপজেলার মুন্সিরহাট গ্রামের ইসমাইল হোসেনর ছেলে। বর্তমানে রিফাতের মরদেহ ভারতের কুচবিহার জেলার মাথা ভাংগা থানায় রাখা হয়েছে।

পুলিশ ও বিজিবি জানায়, আজ ভোরে সীমান্তের মেইন পিলার নং-৮৬২ এর নিকটে বাংলাদেশ সীমানা হতে ২৫০ গজ ভারতের অভ্যন্তরে বাংলাদেশি নাগরিক রিফাত হোসেন অবৈধভাবে গরু আনতে ভারতে প্রবেশ করেন। টের পেয়ে ভারতের চোঙ্গার খাতা বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় গলায় গুলি লেগে গেলে ঘটনাস্থলে রিফাতের মৃত্যু হয়।

খবর পেয়ে শমশেরনগর বিজিবি ক্যাম্প এর বিজিবি সদস্যরা বাংলাদেশের সীমানায় অবস্থান নেন। বিকালে বিজিবি-বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানায়। পতাকা বৈঠক শেষে লাশ হস্তন্তরের কথা রয়েছে।

বিজিবি ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, ‘নিহতের ব্যাপারে জানার চেষ্টা চলছে। বিএসএফের সঙ্গে বৈঠক করে বিস্তারিত জানানো হবে।’

(ঢাকাটাইমস/২৯জুন/এলএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :