ভাসানী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ২৯ জুন ২০২১, ২২:১৯

অবিলম্বে সকল পরীক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত গ্রহণ ও পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ মানবযন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহীন হাওলাদার, অর্থনীতি বিভাগের মনির আহমেদ, সায়ন বিভাগের আহমেদ ইমতিয়াজ প্রমুখ।

বক্তারা বলেন, ইউজিসির ঘোষণা অনুযায়ী অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেয়া হলেও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সে ধরনের কোন কার্যক্রম নেই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের নিয়ে কোন চিন্তা-ভাবনাই করছে না, আমাদের অনিশ্চয়তার মাঝে ফেলে দিয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে সকল পরীক্ষা কার্যক্রম চালু করার জোর দাবি জানাচ্ছি।

(ঢাকাটাইমস/২৯জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :