করোনা সংক্রমণ রোধে কোরবানির ডিজিটাল হাট হবে: আইসিটি প্রতিমন্ত্রী

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ জুন ২০২১, ১৬:২৮ | প্রকাশিত : ৩০ জুন ২০২১, ১৬:১৪

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সিংড়ার চলনবিলে প্রায় ১০০ কিলোমিটার খাল খনন হয়েছে। এতে কৃষকরা তার সুফল পাচ্ছেন। খাল থেকে কৃষি জমিতে সহজেই সেচ দিতে পারছেন। খাল দিয়ে নৌকাযোগে কৃষিপণ্য ও তেল-সার আনা-নেয়ায় কৃষকের খরচ কমেছে। গত ১২ বছরে সিংড়ায় যুগান্তকারী উন্নয়ন হয়েছে। করোনা সংক্রমণ রোধে এবার কোরবানির ডিজিটাল হাট বসানো হবে।

বুধবার সকাল ১০টায় সিংড়া উপজেলা হলরুমে ভার্চুয়ালে ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপির সময় কৃষককে এক বস্তা সার পেতে আন্দোলন করতে হয়েছে। কিন্তু এখন সার পেতে আন্দোলন করতে হয় না। কারণ আওয়ামী লীগ সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে। কৃষকরা ডিজিটাল সেবা পাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা কৃষকের বাড়িতে বিনামূল্যে সার-বীজ পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :